Last Updated: Monday, April 22, 2013, 09:50
সর্বনাশের কারবারে সর্বস্বান্ত মানুষ। কেন্দ্র, রাজ্য কার অধিকার, কোন আইনে কী হবে, তা বুঝে ওঠা দায়। বহু আগে থেকেই রাজ্য সরকারকে সতর্ক করা হয়েছিল। সতর্ক করেছিল আয়কর দফতর। তার ওপর ভিত্তি করেই নির্মিত হয়েছিল একটি সিনেমা। আগামী দশই মে তা মুক্তি পাচ্ছে। তার আগেই ঘটে গিয়েছে বিপর্যয়।