Last Updated: Wednesday, February 22, 2012, 17:25
বর্ধমানের দেওয়ানদিঘিতে বামপন্থী শ্রমিক সংগঠনগুলির ডাকা ২৮ ফেব্রুয়ারি সাধারণ ধর্মঘটের সমর্থনে আয়োজিত একটি মিছিলে সশস্ত্র তৃণমূল বাহিনীর আক্রমণে বর্ধমান (উত্তর) কেন্দ্রের সিপিআইএম বিধায়ক প্রদীপ তা ও কমল গায়েন খুনের মতো নৃশংস ঘটনার তীব্র সমালোচনা উঠেছে বিভিন্ন মহলে। ঘটনার নিন্দায় সরব সাহিত্য থেকে শিল্পমহলও।