karnataka state elec - Latest News on karnataka state elec| Breaking News in Bengali on 24ghanta.com
নির্বিঘ্নেই ভোট কর্ণাটকে, ভোট পড়ল ৬০ শতাংশ

নির্বিঘ্নেই ভোট কর্ণাটকে, ভোট পড়ল ৬০ শতাংশ

Last Updated: Sunday, May 5, 2013, 09:01

কড়া নিরাপত্তার সঙ্গে কর্ণাটক বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ পর্ব শুরু হয়েছে। আজ দুশো তেইশটি বিধানসভা আসনে একযোগে হচ্ছে ভোটগ্রহণ। তবে, এক বিজেপি প্রার্থীর মৃত্যু হওয়ায় পেরিয়াপাটনা কেন্দ্রের ভোটগ্রহণ আঠাশে মে পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে। ভোটগণনা ও ফলপ্রকাশ আটই মে। প্রাক ভোট সমীক্ষা বলছে, এবারের ভোটে যথেষ্ঠই কোণঠাসা শাসক বিজেপি। তুলনায় সুবিধাজনক অবস্থায় কংগ্রেস। আজ ভোটে প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের থেকেও বিজেপিকে বেশি চিন্তার রেখেছেন দলেরই প্রাক্তন লিঙ্গায়েত নেতা বিএস ইয়েদুরাপ্পা।