Last Updated: Wednesday, May 9, 2012, 22:15
এএফসি কাপের গ্রুপ লিগে হারের ধারাবাহিকতা বজায় রাখল ইস্টবেঙ্গল। বুধবার যুবভারতী ক্রীড়াঙ্গনে কুয়েতের ক্লাব কাজমা এএফসি`র বিরুদ্ধে ১-২ গোলে হারল লাল-হলুদ ব্রিগেড। আর সেই সঙ্গেই এফসি কাপে কোনও পয়েন্ট না পেয়েই গ্রুপ লিগ থেকেই বিদায় নিল মর্গানের দল।