kcr booked for provo - Latest News on kcr booked for provo| Breaking News in Bengali on 24ghanta.com
প্ররোচণামূলক বক্তব্যের দায়ে মামলার জালে চন্দ্রশেখর রাও

প্ররোচণামূলক বক্তব্যের দায়ে মামলার জালে চন্দ্রশেখর রাও

Last Updated: Tuesday, October 11, 2011, 14:17

জয়েন্ট অ্যাকশন কমিটি (জেএসি)-র ডাকা লাগাতার বনধকে ঘিরে ক্রমশই উত্বপ্ত হচ্ছে তেলেঙ্গানা পরিস্থিতি। এরই মধ্যে প্ররোচণামূলক মন্তব্যের দায়ে টিআরএস প্রধান কে চন্দ্রশেখর রাও এবং তাঁর দুই অনুগামীর বিরুদ্ধে ফৌজদারি মামলা করল অন্ধ্রপ্রদেশ পুলিস।