Last Updated: Thursday, April 19, 2012, 20:22
স্কুলের ছাত্রীদের সামনেই প্রধান শিক্ষিকাকে চুড়ান্ত হেনস্থা করল একদল বহিরাগত। বৃহস্পতিবার বেলা ১১টা নাগাদ ভবাণীপুর খালসা স্কুলে ঢুকে পড়ে একদল বহিরাগত। স্কুলে ঢুকেই তারা সোজা চলে যায় প্রধান শিক্ষিকার ঘরে। এরপর প্রধান শিক্ষিকাকে ঘিরে প্রায় একঘণ্টা ধরে চলে হুমকি।