Last Updated: Tuesday, January 14, 2014, 12:20
নয়া বিতর্কে উত্তরপ্রদেশ সরকার। এবার ফিরোজাবাদের রাস্তায় মহিলাদের বেধড়ক পেটাল পুলিস। চড়-থাপ্পর, কিল-ঘুসি চলেছে অনবরত। সঙ্গে লাঠির মার। গতকাল রাতে এন-এইচ-টু হাইওয়েতে এক দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়। ওই ঘটনার প্রতিবাদে হাইওয়েতে বিক্ষোভ দেখাচ্ছিলেন স্থানীয় বাসিন্দারা। ছিলেন এলাকার মহিলারাও। পুলিস ঘটনাস্থলে পৌছে তাঁদের সরাতে আচমকা লাঠিচার্জ শুরু করে দেয়।