Last Updated: Friday, September 6, 2013, 11:19
ওয়ান জায়ান্ট লিপ ফর ম্যানকাইন্ড। চাঁদে পা দিয়ে কথাটা বলেছিলেন নীল আর্মস্ট্রং। আর মহাশূন্যে পৌঁছে কিরোবো বলল, ফার্স্ট স্টেপ টুওয়ার্ডস অ্যা শাইনিং ফিউচার। সত্যিই তো ফার্স্ট স্টেপ। কিরোবোর মতো রোবটদের জন্য। জাপানী ভাষায় কিরোবো যা বলল তার মানে দাঁড়ায়, ২১ অগাস্ট, ২০১৩-এর উজ্জ্বল ভবিষ্যতের পথে প্রথম পা রাখল রোবটরা।