Last Updated: Sunday, April 14, 2013, 17:03
অনেকের বাড়ির নেলকাটার বেপাত্তা। চলছে আই পি এল। নোখের আগা সাফ করতে মুখই কাফি। আইপিএলের সিরিজ আবারও একটা রোববার। মাঠে নামছে কলকতা বনাম হায়দরাবাদ। রবিবাসরীয় ভোজ সেরে চোখ এখন বিগ স্ক্রিনে। আজকের ম্যাচে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিল নাইট রাইডার্স।