knockout - Latest News on knockout| Breaking News in Bengali on 24ghanta.com
আজই নক আউটের আসন পাকা করতে চায় ফ্রান্স

আজই নক আউটের আসন পাকা করতে চায় ফ্রান্স

Last Updated: Friday, June 20, 2014, 11:00

প্রথম ম্যাচে হন্ডুরাসকে হারিয়ে আত্মবিশ্বাসী ফ্রান্স দল। শুক্রবার সুইজারল্যান্ডের বিরুদ্ধেও সেই ধারা বজায় রাখতে চায় দিয়িয়ের দেশঁর দল। ম্যাচে ফ্রান্সের ট্রাম্পকার্ড হতে পারেন বেনজামা, পোগবা আর অলিভার জিরুড। প্রথম ম্যাচে দুরন্ত ফুটবল খেললেও ফ্রান্সকে কড়া চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে প্রস্তুত সুইস ব্রিগেড। দিদিয়ের দেঁশর দলের বিরুদ্ধে কাউন্টার অ্যাটাকি অস্ত্র হতে চলেছে আগের ম্যাচে ইকুয়েডরকে হারানো সুইজারল্যান্ড।