Last Updated: Friday, May 4, 2012, 12:47
খোদ রিজিওনাল ট্রান্সপোর্ট অফিসারের সই জাল করে অটোর পারমিট দিচ্ছে দালালচক্র। একই চেসিস নম্বরে দেওয়া হচ্ছে একাধিক পারমিট। ফলে কেউ অটো পাচ্ছেন। কেউ দালালকে টাকা দিয়ে সর্বশান্ত হচ্ছেন। `২৪ ঘণ্টা`র অন্তর্তদন্তে প্রকাশ্যেই এল মোটরযান দফতরের এই কোটি কোটি টাকার দুর্নীতি।