kolkata bookfair 201 - Latest News on kolkata bookfair 201| Breaking News in Bengali on 24ghanta.com
কলকাতার বই উৎসব আবর্জনাময়

কলকাতার বই উৎসব আবর্জনাময়

Last Updated: Sunday, February 3, 2013, 09:48

যেখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে থাকা জলের প্যাকেট, খাওয়ার থালা, কাগজ। কলকাতা বইমেলা চত্বর এখন জমজমাট এই ছবিতেই। ডাস্টবিনগুলি অপেক্ষা করলেও তারা একপ্রকার অকেজো। বইমেলা তাই এককথায় আবর্জনাময়। এই শহর আপনার। একে পরিস্কার রাখার দায়িত্ব সকলের। কলকাতা শহরের ইতিউতি ছড়িয়ে ছিটিয়ে থাকা বিজ্ঞাপনের ভাষাই এক মূহুর্তে পাল্টে যায় বইমেলা প্রাঙ্গণে এলে। বইমেলা প্রাঙ্গনে যে ডাস্টবিনগুলি রাখা আছে, সেগুলি কেউ ব্যবহার করছেন না। রাজ্য সরকারের জনস্বাস্থ্য ও কারিগরি বিপণনের সৌজন্যে বইমেলায় ঘুরতে এসে জলের প্যাকেট পাচ্ছেন সকলেই। কিন্তু জল খেয়ে তা সঠিক জায়গায় ফেলার কথা মনে থাকছে না কারোরই। পড়ে থাকছে খাওয়ার থালা, প্যাকেটও। ভুল করলেও, ছোট্ট একটা সরি বলেই কাজ সারছেন অনেকে। মেলায় সাফাই কর্মীদের দেখা মিললেও তাঁদেরও বাঁধা রয়েছে ডিউটি আওয়ার্স। তাই একবার মেলার মাঠ পরিস্কার হয়ে গেলে আবার পরিস্কার করাটাও তাঁদের কাছে ঝক্কিরই সামিল।