Last Updated: Friday, April 20, 2012, 17:42
প্রকল্পের কাজ শেষে করার নির্ধারিত সময় পেরিয়ে গেলেও এখনও অর্ধেকের বেশি কাজ বাকি পূর্ব কলকাতার ধাপা জল শোধন প্রকল্পের। ফলে বাইপাস সংলগ্ন এলাকায় পৌঁছয় না গার্ডেনরিচের পরিশ্রুত পানীয় জল। ওই এলাকায় পরিশ্রুত পানীয় জল পৌঁছে দিতে ২০০৮-এ কেন্দ্রীয় সরকারের জেএনএনইউআরএম-এর আওতায় ধাপায় `জ্যোতি বসু জল পরিশোধন প্রকল্প` গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়।