Last Updated: Wednesday, February 22, 2012, 16:46
সত্যজিত্ রায়, মৃণাল সেন ঋত্বিক ঘটক থেকে হালফিলের তরুণ চিত্রপরিচালকেরা
সবাই ছবি করেছেন কল্লোলিনী তিলোত্তমা কলকাতাকে ঘিরে। কিন্তু এই প্রথমবার কলকাতার ধাপার মাঠকে
'সাবজেক্ট' হিসেবে বেছে নিয়ে 'ডকুমেন্টারি' বানিয়েছেন অন্ধ্রপ্রদেশের তরুণ
পরিচালক মোহনকুমার ভালাসালা।