Last Updated: Sunday, May 6, 2012, 08:41
প্রতিদিনের মতোই স্কুলে বেরিয়েছিল ক্যালকাটা পাবলিক স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী রিপুন দাস। কিন্তু ২ মে স্কুলে যাওয়ার জন্য বেরিয়ে আর বাড়ি ফেরেনি কেষ্টপুর সমর দে সরণীর বারোয়ারিতলার বাসিন্দা রিপুন। অন্যান্য দিনের মতই রিপুনকে স্কুল থেকে আনতে গিয়ে তাকে পাননি রিক্সাচালক।