Last Updated: Saturday, October 12, 2013, 12:32
অষ্টমীর অঞ্জলী দিতে দিতে ভিজে গেল শহরবাসী। সকাল গড়াতেই ঝিরঝিরে বৃষ্টি পড়ছে কলকাতায়। আর এতেই মন খারাপ সবার। অষ্টমীর সকাল থেকেই মণ্ডপে মণ্ডপে মানুষের ঢল। কিন্তু পুজোর আড্ডা,উত্সব মাটিতে করতে হাজির বৃষ্টি। তবে অনেকেই ছাতা হাতে বেড়িয়ে পড়ছেন।