kuber singh - Latest News on kuber singh| Breaking News in Bengali on 24ghanta.com
সরকারি আধিকারিকদের উপর গুলি, গ্রেফতার বালি মাফিয়া

সরকারি আধিকারিকদের উপর গুলি, গ্রেফতার বালি মাফিয়া

Last Updated: Sunday, March 11, 2012, 14:29

মধ্যপ্রদেশে সরকারি আধিকারিকদের ও পুলিসের উপর গুলি চালানোর ঘটনায় গ্রেফতার করা হল কুখ্যাত বালি মাফিয়া কুবের সিং-কে। রবিবার ছত্তরপুরের ডিআইজি বেদ প্রকাশ জানিয়েছেন, শুক্রবার রাতে কুবের সিং-কে গ্রেফতার করা হয়েছে। তাকে জেরা করা হচ্ছে।