kumar sanu - Latest News on kumar sanu| Breaking News in Bengali on 24ghanta.com
শানুর গানে মুগ্ধ প্রণব

শানুর গানে মুগ্ধ প্রণব

Last Updated: Friday, June 8, 2012, 10:42

সঙ্কটের সময় তিনিই ইউপিএ সরকারের পরিত্রাতা। যে কোনও কঠিন সিদ্ধান্ত নেওয়ার আগে, তাঁর পরামর্শ নিয়ে থাকেন খোদ প্রধানমন্ত্রী মনমোহন সিং থেকে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। বর্তমানে ভারতীয় রাজনীতির অলিন্দে তিনিই হলেন ব্যস্ততম রাজনীতিক। তবু হাজারো ব্যস্ততার ফাঁকে, বৃহস্পতিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায় উপস্থিত ছিলেন জি নিউজ-এর প্রেক্ষাগৃহে। উপলক্ষ্য, সঙ্গীতশিল্পী কুমার শানুর নতুন অ্যালবাম `কে তেরে বিন`-এর সিডি প্রকাশ অনুষ্ঠান।