labour union - Latest News on labour union| Breaking News in Bengali on 24ghanta.com
ধর্মঘটকে সর্বাত্মক সমর্থন বামফ্রন্টের

ধর্মঘটকে সর্বাত্মক সমর্থন বামফ্রন্টের

Last Updated: Friday, February 24, 2012, 15:23

শ্রমিক শ্রেণীর অধিকার রক্ষার জন্যই ২৮ ফেব্রুয়ারির ধর্মঘটকে সর্বাত্মক সমর্থন করা হবে, শুক্রবার বামফ্রন্টের বৈঠকের পর একথা বলেন ফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু। ২৮ ফেব্রুয়ারি দেশ জুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে ডান-বাম ১১টি শ্রমিক সংগঠন। এদিন সেই ধর্মঘটকে সফল করার আবেদন জানান বিমানবাবু।