Last Updated: Thursday, November 22, 2012, 21:40
১৯৯৬-এর দিল্লির লাজপত নগর বিস্ফোরণ মামলায় আজ দিল্লি দুর্বল তদন্তের জন্য পুলিসকে ভর্ৎসনা করল দিল্লি হাই কোর্ট। একই সঙ্গে এই মামলায় অভিযুক্ত দু`জন মহম্মদ আলি ভট এবং মির্জা নিসার হুসেনকে বেকসুর খালাস ককে আদালত। পাশাপাশি অপর অভিযুক্ত জাভেদ আহমেদ খানের ফাঁসির আদেশ পরিবর্তন করে যাবজ্জীবনেরও নির্দেশ দেওয়া হয়েছে।