Last Updated: Monday, December 16, 2013, 15:34
৭৩ দিন ধরে রাঁচির জেলে বন্দি থাকার পর লালুপ্রসাদ যাদব মুক্তি পেলেন। জামিনে জেল থেকে বেরিয়েই লালুপ্রসাদ যাদব একেবারে আক্রমণাত্মক মেজাজে। জামিন পেয়ে জেল থেকে বেরোনোর পরই লালু শপথ নিয়ে নিলেন, নরেন্দ্র মোদীকে তিনি কিছুতেই দেশের প্রধানমন্ত্রী হতে দেবেন না।