land accuisition - Latest News on land accuisition| Breaking News in Bengali on 24ghanta.com
জমি জটে আটকে জাতীয় সড়ক সম্প্রসারণ

জমি জটে আটকে জাতীয় সড়ক সম্প্রসারণ

Last Updated: Thursday, September 13, 2012, 16:28

রাজ্য সরকারের জমি অধিগ্রহণ জটে এবার ক্ষতিগ্রস্থ জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ। জমি না মেলায় প্রকল্পের কাজ থেকে সরে যাচ্ছে ন্যাশনাল হাইওয়ে অথারিটির ঠিকাদার সংস্থা এইচসিসি। ইতিমধ্যেই চিঠি দিয়ে জাতীয় সড়ক কর্তৃপক্ষকে প্রকল্প থেকে সরে যাওয়ার কথা জানিয়ে দিয়েছে সংস্থাটি।