Last Updated: Monday, April 2, 2012, 12:05
বিধানসভায় ভোটাভুটির মধ্যে দিয়ে পাস হল জমির ঊর্ধ্বসীমা নিয়ে `দ্য ওয়েস্ট বেঙ্গল ল্যান্ড রিফর্মস্ অ্যামেন্ডমেন্ট বিল ২০১২` এই বিতর্কিত বিলটি। এদিন বিল পেশের সঙ্গে সঙ্গেই বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র আরও আলোচনার জন্য বিলটিকে সিলেক্ট কমিটিতে পাঠানোর প্রস্তাব দেন।