Last Updated: Monday, October 15, 2012, 15:21
হঠাৎ হারিয়ে যেতে ইচ্ছে করে? দু-একদিনের জন্য। কোনও পরিচিত জায়গা নয়। থাকবে না কোলাহল। পৌঁছবে না কোনও ফোন কল।
শুধু প্রকৃতির নির্জনতা উপভোগ করা। তাহলে আপনার নেক্সট ডেস্টিনেশন উত্তরাখণ্ডের ল্যান্সডাউন। উত্তরাখণ্ডের গেটওয়ে কোটদ্বার থেকে ঘণ্টা খানেকের পথ।
পাইনের জঙ্গলের মধ্যে দিয়ে পথ। আঁকা বাঁকা পথের শেষে সাজানো ক্যানটনমেন্ট শহর ল্যান্সডাউন।