Last Updated: Wednesday, June 20, 2012, 23:04
মাস কয়েকের বিরতির পর ফের নোনাডাঙা কাণ্ডের জেরে উত্তেজনা ছড়াল শহরে। গৃহহারাদের পুনর্বাসনের দাবিতে আজ ফের ধর্মতলায় অবস্থান বিক্ষোভে সামিল হয় নোনাডাঙা উচ্ছেদ প্রতিরোধ কমিটি। পুলিস এবং তৃণমূল কর্মীরা সেই অবস্থান বিক্ষোভে হামলা চালায় বলে অভিযোগ।