Last Updated: Friday, May 31, 2013, 09:03
পুলিসি নির্দেশ অগ্রাহ্য করে আজ আইন অমান্য করতে চলেছেন বামপন্থীরা। আর সেই কর্মসূচি ঠেকাতে নজিরবিহীন উদ্যোগ নিয়েছে কলকাতা পুলিসও। রাজ্য পুলিসের কাছ থেকে ধার করে আনা হচ্ছে দুশ জন মহিলা পুলিসকর্মীকে। ধার করা হচ্ছে জলকামানও। চাপে পড়ে, কলকাতা পুলিস আইন অমান্যকারীদের গ্রেফতার করে নিয়ে যাওয়ার পথও এড়াতে চাইছে।