Last Updated: Saturday, May 4, 2013, 17:22
`গুড নাইট স্যার। প্লিজ কাম এগেন`। এই কথাটা শেখাতে এক ঘণ্টা লাগছে। তবু মুখে একগাল হাসি ট্রেনারের। ইংরেজি শিক্ষার এই ক্লাসে প্রচুর সুন্দরী ছাত্র আর স্যার কেমন একটু নার্ভাস। যতই হোক হাতে আর মাত্র একটা বছর। এতক্ষণ যাদের কথা বলছিলাম তারা ব্যস্ত ব্রাজিল বিশ্বকাপের প্রস্তুতিতে। ছাত্রীরা যৌনকর্মী। চমকে গেলেন! এমন ছবি দেখা যাচ্ছে ব্রাজিলে।