lesser whistling duc - Latest News on lesser whistling duc| Breaking News in Bengali on 24ghanta.com
পরিযায়ী পাখির ভিড় জমেছে বাঁকুড়ায়

পরিযায়ী পাখির ভিড় জমেছে বাঁকুড়ায়

Last Updated: Tuesday, January 31, 2012, 22:43

শীতের শুরু হতে না হতেই রাজ্যে আসে হাজার হাজার পরিযায়ী পাখির ঝাঁক। সাকিন সাইবেরিয়া, পূর্ব ইউরোপ, ইউরেশিয়া এমনকী হিমালয়ের তুষারাবৃত অঞ্চলের শীতের প্রকোপ এড়াতে কয়েক মাসের জন্য ঠাঁই নেয় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলিতে।