Last Updated: Friday, March 30, 2012, 10:05
ছোট সংবাদপত্রকে উত্সাহ দিতেই নয়া নির্দেশিকা জারি করা হয়েছে বলে দাবি করেছেন গ্রন্থাগার মন্ত্রী আবদুল করিম চৌধুরী। গ্রন্থাগারমন্ত্রীর সেই দাবির সমর্থন এসেছে মুখ্যমন্ত্রীর তরফেও। গ্রন্থাগার দফতর ছোট পত্রিকাকে সাহায্যের কথা বললেও তথ্য দফতরের এক নির্দেশিকায় চূড়ান্ত সমস্যায় জেলার পত্র-পত্রিকাগুলি। গত ২৩ মার্চ নির্দেশিকা পাঠিয়ে জেলার ছোট পত্রিকাগুলিতে সরকারি বিজ্ঞাপণ দেওয়া বন্ধ করে দিয়েছে তথ্য দফতর।