Last Updated: Friday, December 6, 2013, 20:44
`ডেড সেক্সি` বলতে আমরা কী বুঝি? পাকা ফলের উপর ভনভন করা ছোট্ট ছোট্ট মাছিদের (ড্রসফিলা) ক্ষেত্রে কিন্তু এই কথাটার মানে মারাত্মক। আক্ষরিক অর্থেই কোনও কোনও সময় সেক্স পুরুষ ফলের মাছিদের জন্য মৃত্যু ডেকে আনে। নতুন এক গবেষণায় উঠে এসেছে মিলনে ইচ্ছুক পুরুষ মাছি যদি মিলনের সুযোগ না পায় তাহলে সহজেই ভেঙে পড়ে। হতাশাগ্রস্থ হয়ে পড়ে। তাদের খাবার ইচ্ছা চলে যায়। ফলে দ্রুত তাদের জীবনে মৃত্যু এগিয়ে আসে।