Last Updated: Sunday, December 23, 2012, 23:20
স্বপ্নভঙ্গ! হ্যাঁ,সত্যি স্বপ্নভঙ্গই হল ক্রিকেটপ্রেমী আপামর জনতার। তাঁর অবসর নিয়ে জল্পনা চলছিল প্রতিদিনই। মিডিয়া থেকে ক্রিকেট সমালোচক, তাঁদের প্রতিদিনই একটাই মুখরোচক বিষয়। কিছুটা হলেও আজ তাঁদের জয় হল। আর যারা শুধু ক্রিকেটকে ভালবেসে, ক্রিকেট খেলাটাই দেখেন তাঁরা হেরে গেলেন। তাঁরা স্তম্ভিত হলেন। ক্রিকেটের ভগবানকে টেস্টে খেলায় দেখতে পেলেও তিনি যে জানান দিয়ে গেলেন এবার যেতে হবে, সময় হয়ে এসেছে।