Last Updated: Tuesday, April 3, 2012, 17:16
বিধানসভা নির্বাচনে বিপর্যয়ের ধাক্কা সামলে এবার হতোদ্যম দলীয় কর্মীদের চাঙ্গা করার কাজ শুরু করলেন মায়াবতী। আর এই `ঘুরে দাঁড়ানোর` লড়াই ফলপ্রসূ করার জন্য ২০১৪-র লোকসভা ভোটকেই `পাখির চোখ` করছেন বহুজন সমাজ পার্টি`র সভানেত্রী।