love marriage - Latest News on love marriage| Breaking News in Bengali on 24ghanta.com
প্রেম নয়, সম্বন্ধ বিয়েই পছন্দ ভারতীয়দের

প্রেম নয়, সম্বন্ধ বিয়েই পছন্দ ভারতীয়দের

Last Updated: Friday, April 11, 2014, 22:03

রাজপুত্র প্রেমে পড়ে রাজকন্যাকে বাড়ির চোখরাঙানি এড়িয়ে উঠিয়ে নিয়ে এসে বিয়ে করেছে। ভারতের রূপকথা ঘাঁটলে এ কাহিনি পাওয়া যাবে প্রচুর। শুধু রূপকথা কেন, পুরাণের দেবদেবী থেকে ইতিহাসের পাতার মুঘল সম্রাট, ভারতীয় প্রেম কাহিনি বরাবরই রোমাঞ্চকর। এমনকী, চলচ্চিত্রের বিষয় হিসেবেও ভারতে প্রথম স্থানে থাকে প্রেম। সাহিত্যে, সিনেমায় প্রেম পরিণতি না পেলে চোখের জল বোধহয় সবথেকে বেশি ফেলে ভারতীয়রাই। কিন্তু বাস্তবে কিন্তু প্রেমের পরিণতি নিয়ে মোটেই চিন্তিত নয় তাঁরা। এখনও প্রেমঘটিত বিয়ের থেকে সম্বন্ধ করে বিয়েই বেশি পছন্দ তাঁদের।