Last Updated: Thursday, December 13, 2012, 19:56
বলিউড এখন একশো কোটির লক্ষ্যে দৌড়চ্ছে। ছবির বাজেট বাড়ছে হু-হু করে। তেমনি পাল্টাচ্ছে প্রোমোশনের স্ট্র্যাটেজি। এতেই প্রায় মাত্সন্যায়ের মুখোমুখি বলিউড। কোরাউডি রাঠোর, সান অফ সর্দার-এর মতো একশোটির ছবি রিলিজ হওয়ার সময়ে ল্বল্প বাজেট বা কম বাজেটের প্যারালাল ছবিগুলো হলই পাচ্ছে না স্ক্রিনিং-এর জন্য।