Last Updated: Wednesday, January 22, 2014, 23:23
খদ্দের সেজে বিরল প্রজাতির তক্ষক উদ্ধার করল ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো। ঢাকুরিয়ার বাবুবাগান এলাকায় এক ব্যাক্তির বাড়িতে খদ্দের সেজে হানা দেয় ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরোর আধিকারিকরা। সঙ্গে ছিল লেক থানার পুলিস।