Last Updated: Thursday, March 29, 2012, 16:59
জেনারেল বিজয়কুমার সিংহের লাগাতার তোপের মুখে প্রবল অস্বস্তিতে কেন্দ্র। এদিন সাংবাদিক সম্মেলনে প্রতিরক্ষামন্ত্রী আরাক্কাপরাম্বিল কুরিয়েন অ্যান্টনির বক্তব্যে ইউপিএ সরকারের এই দিশেহারা দশা আরও প্রকট হয়েছে। অন্যদিকে এদিনই দিল্লির একটি আদালতে সেনাপ্রধানের বিরুদ্ধে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল তেজেন্দ্র সিংয়ের দায়ের করা মানহানির মামলার শুনানি হয়েছে।