Last Updated: Thursday, October 24, 2013, 17:33
স্যামসাং আর অ্যাপেলকে টেক্কা দিতে এবার ফোর জি প্রযুক্তি নিয়ে ময়দানে নেমে পড়ল নোকিয়া। ট্যাবলেট সেকশনে লুমিয়া ২৫২০ ফ্যাবলেট নিয়ে এল এই মোবাইল প্রস্তুকারী সংস্থাটি। আগামী বছরের গোড়ার দিকেই এদেশে মিলবে ওই ফোন। দাম পড়বে প্রায় ৪০ হাজার টাকা।