Last Updated: Saturday, February 11, 2012, 12:49
মুয়াম্মর গদ্দাফির পতনের পর এক বছরও হয়নি। ফের গণঅভ্যুত্থানের ভ্রূকুটি লিবিয়ায়। এবার গণঅভ্যুত্থানের হুমকি দিলেন মুয়াম্মর গদ্দাফির পুত্র সাদি গদ্দাফি। শুক্রবার আল আরবিয়া চ্যানেলকে ফোনে সাদি জানান, তাঁর বাবার মৃত্যুর পর লিবিয়ার বর্তমান সরকার বিরোধীদের সঙ্গে নিত্য যোগাযোগ রেখে চলেছেন তিনি।