Last Updated: Saturday, May 12, 2012, 16:38
দুই বনকর্তার বিবাদে, হাইকোর্টের দ্বারস্থ হলেন প্রধান মুখ্য বনপাল এমএ সুলতান। মুখ্যসচিব সমর ঘোষ, বন দফতরের সচিব সুবেশ দাস ও প্রধান মুখ্য বনপাল সাধারণ অতনু রাহার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ করেছেন তিনি। আদালত সুলতানের অভিযোগ গ্রহণ করেছে।