madhya siksha parsha - Latest News on madhya siksha parsha| Breaking News in Bengali on 24ghanta.com
বই কেনার জন্য বরাদ্দ সরকারি টাকা অপ্রতুল, সমস্যায় ছাত্র-ছাত্রীরা

বই কেনার জন্য বরাদ্দ সরকারি টাকা অপ্রতুল, সমস্যায় ছাত্র-ছাত্রীরা

Last Updated: Tuesday, April 24, 2012, 22:23

এবছর মোট ১১টি বিষয়ের বই ছেপে ছাত্রছাত্রীদের মধ্যে তা বিতরণ করবে সরকার। বাকি বই কেনার জন্য সরকার ছাত্রছাত্রীদের টাকা দিয়ে দেবে। এমনই সিদ্ধান্ত অনুযায়ী এবছর বিভিন্ন স্কুলে ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণির বই কেনার জন্য টাকা পাঠিয়েছে সরকার। কিন্তু যে পরিমান টাকা সরকার পাঠিয়েছে তাতে কোথাও ২টি বা ৩টির বেশি বই কেনাই যাচ্ছে না।