madhygram rape prote - Latest News on madhygram rape prote| Breaking News in Bengali on 24ghanta.com
রাজ্য সরকারের বিরুদ্ধে শনিবার বুদ্ধিজীবীদের বড় মিছিলের স্লোগান সিঙ্গুর থেকে মধ্যমগ্রাম

রাজ্য সরকারের বিরুদ্ধে শনিবার বুদ্ধিজীবীদের বড় মিছিলের স্লোগান সিঙ্গুর থেকে মধ্যমগ্রাম

Last Updated: Tuesday, January 7, 2014, 14:31

রাজ্যজুড়ে ঘটে চলেছে একের পর এক ধর্ষণের ঘটনা। অধিকাংশ ক্ষেত্রেই প্রশ্নের মুখে পুলিসের ভূমিকা। আইনশৃঙ্খলা রক্ষায় রাজ্য সরকারের ব্যর্থতার প্রতিবাদে পথে নামতে চলেছেন বুদ্ধিজীবী এবং নাগরিক সমাজের একাংশ। শনিবার ২১টি সংগঠন একসঙ্গে কলেজ স্ক্যোয়ার থেকে মিছিল করবে।