mahakumbh - Latest News on mahakumbh| Breaking News in Bengali on 24ghanta.com
আজ প্রয়াগে মহাকুম্ভ

আজ প্রয়াগে মহাকুম্ভ

Last Updated: Monday, January 14, 2013, 08:56

আজ থেকে শুরু হচ্ছে মহাকুম্ভ। অসংখ্য মানুষের ঢল নেমেছে কুম্ভমেলায়। প্রতি ১৪৪ বছরে একবার হয় মহাকুম্ভ। এবছর প্রায় দশ কোটি পূণ্যার্থীর সমাগম ঘটবে বলে আশা করা হচ্ছে। শেষবার কুম্ভমেলা হয়েছিল ২০০১-এ। সেই বছর প্রয়াগে চার কোটি পূণ্যার্থীর সমাগম ঘটেছিল। এবছর সে রেকর্ড ভাঙার লক্ষে তৈরি এলাহাবাদ।