Last Updated: Saturday, March 16, 2013, 09:24
আবার সেই সাজানো ঘটনা তত্ত্ব। আবার মুখ্যমন্ত্রী। মহেশতলার ষোলোবিঘা বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনাকে ছোট বলে ব্যাখা করলেন মুখ্যমন্ত্রী। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের এ হেন মন্তব্যের পর শুরু হয়েছে বিতর্ক। অগ্নিকাণ্ডের ঘটনায় তার দল জড়িয়ে পড়ায় কি মুখ্যমন্ত্রী ঘটনাকে ছোট করে দেখানোর চেষ্টা করছেন মমতা!
মহেশতলার ষোলোবিঘা বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় জড়িয়ে গেল মহেশতলা পুরসভার চেয়ারম্যান ও স্থানীয় তৃণমূলের পুরমাতা দীপিকা দত্তর নাম। ঘটনায় ফের অস্বস্তিতে শাসক দল। তাঁদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ আনলেন স্থানীয় বাসিন্দারা। বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে মোট ১১জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিস। এফআরআইয়ে নাম না করে ষড়যন্ত্রের মূল অভিযুক্ত বলা হয়েছে মহেশতলা পুরসভার চেয়ারম্যান দুলাল দাসকে। মহেশতলা পুরসভার চেয়ারম্যান দুলাল দাস সম্পর্কে কলকাতা পুরসভার মেয়র শোভন চট্টোপাধ্যায়ের শ্বশুর। এই এফআরআইয়ের সরাসরি অভিযোগ আনা হয়েছে স্থানীয় পুরমাতা দীপিকা দত্তের বিরুদ্ধে। এই দু'জন সহ মোট এফআইআর-এ নাম থাকা মোট ১১জনের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিস।