mahipal maderna sack - Latest News on mahipal maderna sack| Breaking News in Bengali on 24ghanta.com
ভঁবরি দেবী হত্যা মামলায় ধৃত মহীপাল মদেরনা

ভঁবরি দেবী হত্যা মামলায় ধৃত মহীপাল মদেরনা

Last Updated: Friday, December 2, 2011, 20:16

শেষ পর্যন্ত ভঁবরি দেবী অন্তর্ধান মামলায় রাজস্থানের প্রাক্তন জলসম্পদ উন্নয়নমন্ত্রী মহীপাল মদেরনাকে গ্রেফতার করল সিবিআই। পাশাপাশি ভঁবরি দেবীকে অপহরণ ও হত্যার অভিযোগে এদিন রাজস্থান হাইকোর্টে বহিষ্কৃত এই কংগ্রেস নেতার নামে চার্জশিট পেশ করা হয়েছে সিবিআই-এর তরফে।