Last Updated: Friday, July 4, 2014, 18:21
রাজ্য সরকারকে সাহায্য করাই মহিলা কমিশনের কাজ। দায়িত্ব নিয়েই ঘোষণা করেছেন কমিশনের ভাইস চেয়ারপার্সন দোলা সেন। প্রশ্ন উঠছে, নারীর অধিকার রক্ষায় সরব হওয়ার বদলে এবার থেকে কি সরকারি প্রকল্পের প্রচার চালাবে মহিলা কমিশন? কমিশনের কাজ নিয়ে সংশ্লিষ্ট আইন কিন্তু বলছে অন্য কথা।