mamata baneree - Latest News on mamata baneree| Breaking News in Bengali on 24ghanta.com
জিটিএ গঠনে 'টালবাহানা', মুখ্যমন্ত্রীর কাঠগড়ায় কেন্দ্র

জিটিএ গঠনে 'টালবাহানা', মুখ্যমন্ত্রীর কাঠগড়ায় কেন্দ্র

Last Updated: Saturday, February 11, 2012, 13:47

চাপ আর পাল্টা চাপের মাঝেই আজ মোর্চা নেতৃত্বের সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন রোশন গিরির নেতৃত্বে মোর্চার ৩ সদস্যের প্রতিনিধি দল বৈঠকে উপস্থিত হয়ে অবিলম্বে জিটিএ চুক্তি কার্যকর করার দাবি জানান। জবাবে, জিটিএ গঠনের প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতার জন্য কেন্দ্রীয় সরকারের দিকে অভিযোগের আঙুল তুলেছেন মুখ্যমন্ত্রী।