mamata supported Int - Latest News on mamata supported Int| Breaking News in Bengali on 24ghanta.com
ধর্ষণ, নারী নির্যাতনে নীরব তৃণমূলপন্থী বুদ্ধিজীবীরা এফডিআই নিয়ে রাজপথে

ধর্ষণ, নারী নির্যাতনে নীরব তৃণমূলপন্থী বুদ্ধিজীবীরা এফডিআই নিয়ে রাজপথে

Last Updated: Tuesday, September 25, 2012, 15:58

পার্ক স্ট্রিট ধর্ষণকান্ড থেকে কাটোয়া, বারাসত, রাজ্যে নারী নির্যাতনের ঘটনায় তাঁরা রাস্তায় নামতে দেখা যায়নি। কিন্তু এফডিআই ইস্যু বিবেকে নাড়া দিল তৃণমূলপন্থী বুদ্ধিজীবীদের! আর তাই ১৬ মাসের মধ্যে এই প্রথম তাদের গলায় প্রতিবাদের সুর। সেই সুরেই কখনও গাইতে শোনা গেল যদি তোর ডাক শুনে কেউ না আসে... কখনও আবার জিত্‍ গাঙ্গুলির হালের সেই হল মাতানো গান 'মনটা আমার পেখম তুলে নাচেরে'।