man kills wife with - Latest News on man kills wife with | Breaking News in Bengali on 24ghanta.com
প্রেমিকার সাহায্যে স্ত্রীকে খুন করে টুকরো টুকরো করে স্টেশনে ফেলে এলেন স্বামী

প্রেমিকার সাহায্যে স্ত্রীকে খুন করে টুকরো টুকরো করে স্টেশনে ফেলে এলেন স্বামী

Last Updated: Monday, May 26, 2014, 23:21

প্রেমিকাকে সঙ্গে নিয়ে নিজের স্ত্রীকে খুন করল স্বামী। কিন্তু তাতেও আক্রোশ মেটেনি। অ্যাসিড ঢেলে পুড়িয়ে দেওয়া হয় মৃতার মুখ। প্রেমিকার বন্ধুর সাহায্যে টুকরো টুকরো করা হয় দেহ। এরপর দুভাগে ট্রলি এবং বেডিংয়ে দেহ ভরে ফেলে দেওয়া হয় শিয়ালদা স্টেশনে। নৃশংস এই ঘটনা ঘটেছে লেকটাউনে। অভিযুক্ত স্বামী ও তার প্রেমিকা এবং প্রেমিকার বন্ধুকে গ্রেফতার করেছে পুলিস।