Last Updated: Thursday, June 6, 2013, 19:45
বেজে উঠল চার্চিল ব্রাদার্সের মালিক আলেমাও চার্চিলের ফোন। ভেসে উঠল আইএসডি নম্বর। হ্যালো বলতেই চমক। ফোনের ওপারে ম্যানচেস্টার সিটির সিইও ফেরিয়ান সোরিয়ানো। ইপিএলের ক্লাব ম্যান সিটির সিইও চার্চিল ব্রাদার্স মালিককে শুভেচ্ছা জানালেন আইলিগ জয়ের জন্য।