Last Updated: Saturday, May 5, 2012, 19:55
নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি বছরভর উদ্বেগে রাখে রাজ্যবাসীকে। এর সঙ্গে এবছর গ্রীষ্মের মরশুমে দুর্ভাবনা বাড়াচ্ছে আমের ফলন। এবার জেলায় জেলায় আমচাষের যা অবস্থা, তাতে হিমসাগর, ল্যাঙরা, বোম্বাই-- এমন নানা জাতের আম হাতের নাগালে পাওয়া বোধহয় দুষ্কর হয়ে উঠতে চলেছে সাধারণ মানুষের কাছে।